ইনস্টাগ্রামে হিরো, মাঠে বিগ জিরো, সমালোচনার জবাব দিলেন জেমিমা
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে হারিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। ম্যাচে ৩৮ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে সেরা হয়েছেন জেমিমা (Jemimah Rodrigues)। এই ডান হাতি ব্যাটার মেরেছেন জয়সূচক শট ।
জেমিমার জন্যই ভারতের জয়…