৪০ ঘণ্টা পেরিয়েও চলছে অনন্তনাগ এনকাউন্টার! মৃত্যু আরও এক জওয়ানের
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারের (Anantnag encounter) ঘটনায় মৃত্যু হল আরও এক সেনা জওয়ানের। বুধবার সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলার সময় গুরুতর আহত হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে শুক্রবার…