‘বাবাকে কুপিয়ে মেরেছে, আমরা ভয় পাচ্ছি’! নিরাপত্তা চাইলেন উদয়পুরের নিহত দর্জির ছেলে
দ্য ওয়াল ব্যুরো: এবার পুলিশি নিরাপত্তা চাইল উদয়পুর কাণ্ডে (Udaipur Murder) মৃত কানহাইয়ালালের পরিবার। গত ২৮ জুন উদয়পুরে কুপিয়ে খুন করা হয়েছিল দর্জি কানহাইয়ালালকে। এদিন তাঁর পরিবার নিজেদের নিরাপত্তার জন্য পুলিশি হস্তক্ষেপ দাবি করেছে।
…