আইএফএ সচিবের বিরুদ্ধে সংবিধান ভাঙার অভিযোগ আনলেন জর্জের অনির্বাণ দত্ত
দ্য ওয়াল ব্যুরো: আইএফএ-তে তুমুল নাটক চলছে। তার অগ্রভাগে রয়েছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। যিনি এর আগে ইস্তফার নাটক করে ফের পদে ফিরে এসেছেন। তিনি লিগ, শিল্ডকে জৌলুসহীন করে দিয়েছেন দিনের পর দিন, তারপরেও পদে থাকার নাটক করে যান। ময়দানে কান পাতলে…