আইসিসি-তে সেরার সেরা বাবর, পুরস্কৃত স্টোকস, মুখ রাখলেন সূর্য
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-তে (ICC) বর্ষসেরা ক্রিকেটার ও চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন ট্রফি পেলেন পাকিস্তানের বাবর আজম (Babar Azam)। তিন ফরম্যাট মিলিয়ে পাক অধিনায়ক সেরা হয়েছেন। জিতলেন স্যার গ্যারি সোবার্স ট্রফি। এর আগে পাক ক্রিকেটে (Cricketer)…