কানে শোনে না, বলতেও পারে না, বাধা কাটিয়ে উচ্চমাধ্যমিক দিচ্ছে হুগলির ছাত্রী
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পৃথিবীজুড়ে শব্দের ভাণ্ডার। কিন্তু ছোট থেকে কানে শুনতে না পাওয়ায় তার বেশিরভাগই অপরিচিত মঙ্গলি হাঁসদার কাছে। তাই ভাষাও অধরা। তবু আরও অনেক অনেক পরীক্ষার্থীর সঙ্গেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মঙ্গলি (HS Student)।…