শুধু প্রেম নয়, স্বাস্থ্যও অটুট থাক, ভালোবাসার দিনে প্রতিশ্রুতি দিচ্ছে ‘বিঞ্জ বেফিকর’
দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে ভ্যানেন্টাইনস ডে। রেস্তোরাঁ হপিং, স্ট্রিটফুড তো প্রতিবছরই হয়। এবছর প্রেমের দিনটিকে একটু অন্যরকম করে তুললে কেমন হয়! বাইরের ভিড়ভাট্টা বাঁচিয়ে এবার বাড়িতেই ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করে ফেলুন ভ্যালেন্টাইন…