বিরাটের নেতৃত্ব কাড়া নিয়ে রোষের মুখে সৌরভ, উঠছে গ্রেগ-মহারাজ সম্পর্কের প্রসঙ্গও
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস ফিরে ফিরে আসে। যে কোনও ঘটনারই প্রতিক্রিয়া রয়েছে, থাকবেই। নাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও গ্রেগ চ্যাপেলের পুরনো প্রসঙ্গও মাথাচাড়া দিয়ে উঠছে। বলা হচ্ছে, গ্রেগ যেমনভাবে সৌরভের অধিনায়কত্ব কেড়েছিলেন, তাঁকে দল থেকে বাদ দিতে…