‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ নীরজ কি প্রেম করেন? কীসে মজে ‘সোনার ছেলে’, জানালেন…
দ্য ওয়াল ব্যুরো: শতাব্দীর খরা কাটিয়ে বর্শার ফলকে সোনা গেঁথেছেন নীরজ চোপড়া। তাঁর সাফল্যের পর থেকেই দেশজুড়ে 'সোনার ছেলে'কে নিয়ে উৎসাহ তুঙ্গে। একেবারে সারা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছেন বছর ২৩-এর অ্যাথলিট। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠেছে…