Lottery: দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, এবার মৌসুনি দ্বীপে লটারি কেটে ভাগ্য বদলের গল্প
দ্য ওয়াল ব্যুরো: সংসারে প্রবল অনটন। বলতে গেলে নতুন আনতে পান্তা ফুরানো অবস্থা। পাতার ছাউনি ঘরে স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে কোনরকমে দিনমজুরি করে চালিয়ে নিতেন। তাই ভালানাথ হাজরা ভেবেছিলেন অন্ধ্রপ্রদেশে কাজে যাবেন, তাতে একটু হলেও…