ডিপ ফ্রিজের পাল্লা খুলতেই ফনা তুলল গোখরো সাপ, জলপাইগুড়ির ক্লাব রোডে
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ইঁদুরের লোভে ফ্রিজে আস্তানা গেড়েছিল গোখরো সাপ। ফ্রিজ খুলে সে দৃশ্য দেখেই হাড়হিম বাড়ির কর্তার। কোনওমতে দরজা বন্ধ করে একেবারে বাড়ির বাইরে। শনিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিল জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়।…