একই নামের সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা হাতাল যুবক! জাল প্যানকার্ড দিয়ে চলত প্রতারণা
দ্য ওয়াল ব্যুরো: দুজনের একই নাম। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে লক্ষাধিক টাকার প্রতারণা (fraud) করল প্রতারকের দল। ঘটনায় জড়িত সন্দেহে ৪ যুবককে গ্রেফতার (arrest) করল লেকটাউন থানার পুলিশ। জানা গেছে, প্যানকার্ডের তথ্য জাল করে এই প্রতারণা চক্র…