জহর গঙ্গোপাধ্যায়, মঞ্চ ও পর্দা কাঁপানো কিংবদন্তী অভিনেতাকে মনে রাখেনি কেউ
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
ছোট থেকেই পরোপকার তাঁর ব্রত। পরের উপকার করার জন্য তাঁর মন যেন ছটফট করত। যদি লোকের কাজে একটু লাগতে পারি, তাতে যদি লোকের একটু সুবিধে হয়! না নিজের নাম কিনতে নয়। একটা বালকের নিশ্চয়ই সেই নাম কেনার বোধ থাকে না। একেবারে…