উত্তর ভারতের খাবারের স্বাদ এবার পাবেন কলকাতাতে বসেই
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তে না পড়তেই সেজে উঠছে কলকাতা, সেজে উঠছে বিভিন্ন হোটেলের প্যাভিলিয়নও। শীতের আমেজ গায়ে মেখে শুরু হয়ে গেছে নানাস্বাদের ফুড ফেস্ট। কলকাতায় বসে চাইলেই এখন খাঁটি নর্থ ইন্ডিয়ান ক্যুইজিনের স্বাদ পাওয়া সম্ভব। কোথায় আর…