উড়ালপুলের দাবিতে বর্ধমানে অবরোধ, আটকে পড়ে হেঁটেই গন্তব্য রওনা কেন্দ্রীয় দলের সদস্যদের
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উড়ালপুলের (flyover) দাবিতে ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামে পথ অবরোধ (Blockade)। তারই জেরে আটকে পড়লেন আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। সময় নষ্ট হচ্ছে, তাই পরে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন…