হিমবাহ গলছে হু হু করে, তৈরি হয়েছে ৭৭টি হ্রদ! কুমায়ুনে বারবার বন্যার কারণ জানালেন অধ্যাপক
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির খামখেয়াল চিরকালই নতুন নতুন ভূমিরূপ তৈরি করেছে। কখনও টেথিস থেকে হিমালয়, কখনও পামির গ্রন্থি। সম্প্রতি জানা গেছে, কুমায়ুন হিমালয়ে (kumaon) মোট ৭৭টি নতুন হ্রদ জন্ম নিয়েছে। এই সবক'টি হ্রদই হিমবাহ (Glacial lakes) থেকে…