ফ্লাশিং মিডোয় আছড়ে পড়ল জাপানি বোমা, আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা
দ্য ওয়াল ব্যুরোঃ এভাবেও ফিরে আসা যায়…
ঠিক যেভাবে সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে প্রথম সেট ১-৬ হেরে ফিরে এসেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। পরের দুই সেট জিতে নিয়েছিলেন ৬-৩, ৬-৩ ফলে। দীর্ঘ সাত বছর পরে উঠেছিলেন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে।…