দু’দিন আগেও অনাহারে ধুঁকছিলেন তাঁরা, সেই ঘরেই আজ এলেন মা লক্ষ্মী! আসানসোল যেন রূপকথা লিখল
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেও বাড়িতে অন্ন ছিল না তাঁদের। অসুস্থতা আর অনাহারে ধুঁকতে ধুঁকতে যেন অপেক্ষা করছিলেন মৃত্যুর। ভাবতেও পারেননি, পরিস্থিতি বদলে যাবে ম্যাজিকের মতো। খাবার, পথ্য, ওষুধ তো বটেই সেই সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী আসবেন তাঁদের…