সোনাদানায় আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, বাড়ল পেট্রোল-ডিজেলের রফতানি শুল্কও
দ্য ওয়াল ব্যুরো: সোনাদানায় (Gold) আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র সরকার। সেই সঙ্গে বাড়ল পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel) উপর রফতানি শুল্কও। শুধু তাই নয়, বিমান চালানোর তেলের (ATF) উপরেও রফতানি শুল্ক বাড়ানো হয়েছে।
সোনার আমদানি শুল্ক…