দুই বন্ধুর লড়াইয়ে হার সালাহর, ইতিহাস গড়ে আফ্রিকা সেরা মানের সেনেগাল
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ফাইনাল অব ফাইনালস। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। হাড্ডাহাড্ডি লড়াই হল আফ্রিকা নেশনস কাপ ফাইনালে। না হলে পুরো ১২০ মিনিটের ম্যাচ গোলশূন্য ড্র হয়, শেষমেশ সাদিও মানের সেনেগাল টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে সালাহর…