চণ্ডীপাঠেই বিপত্তি, নদিয়ার ‘লালদুর্গা’কে ঘিরে আজও ভেসে বেড়ায় রক্ত হিম করা কাহিনি
দ্য ওয়াল ব্যুরো: মা দুর্গার গায়ের রং নিয়ে নানান রহস্য লুকিয়ে আছে আমাদের সনাতন ধর্মে। বনেদি বাড়ির পুজোগুলো খেয়াল করলেও দেখা যাবে এক এক বাড়িতে এক একরকম রূপে পুজো হয় দুর্গতিনাশিনীর। প্রথা মেনে কোথাও দেবীর গায়ের রং সাদা, কোথাও হলুদ, কখনও…