মহিলার চোখ থেকে বেরল তিনটি জ্যান্ত মাছি, রক্ত-মাংস খাচ্ছিল, ডিম পাড়ছিল
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে যখন ভর্তি হয়েছিলেন মহিলা তখন তাঁর চোখের অবস্থা ভয়ঙ্কর। ডান চোখের পাতা ভারী, চোখের ভেতরে মনির চারপাশটা টকটকে লাল। চোখের কোণায় ঘা হতে হসেছে, জল পড়ছে অনবরত। চোখের সমস্যা মনে করে পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন…