‘বরকে চুমু খাবো, আটকে দেখান’, কোভিড-বিধি ভেঙে পুলিশের সঙ্গে তর্ক মহিলার
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সুনামির মতো আছড়ে পড়েছে অতিমারীর দ্বিতীয় ঢেউ। ভাইরাসের ধাক্কা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু সচেতনতা? দেশের সাধারণ মানুষের মাঝে তার কোনও বালাই দেখা যাচ্ছে না…