বাজ পড়ে মৃত্যু দুই হনুমানের, জখম একাধিক, রাতে গাছে ঘুমিয়েছিল
দ্য ওয়াল ব্যুরো: বাজ পড়ে মৃত্যু হল ২টি হনুমানের (Hanumans)। অসুস্থ আরও একাধিক হনুমান। ঘটনার জেরে তীব্র শোরগোল পড়েছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর এবং দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে বন কর্তাদের অনুমান,…