ওঝার কাছে গিয়ে সময় নষ্ট, চিকিৎসার অভাবে বনগাঁয় মৃত্যু সাপে কাটা বৃদ্ধার
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের কুসংস্কারের বলি হলেন বনগাঁর এক বৃদ্ধা (old woman)। সাতসকালে তাঁকে সাপে কেটেছিল (snake bite)। কিন্তু হাসপাতালে না গিয়ে সেই বৃদ্ধাকে নিয়ে ওঝার বাড়ি ছোটে পরিবারের লোকজন। সেই গাফিলতিতেই শেষ অবধি মারা যান ওই…