কোভিড রোগীদের দেহ ১৭ মাস ধরে পচছে মর্গে! বেঙ্গালুরুর হাসপাতালে তোলপাড়
দ্য ওয়াল ব্যুরো: করোনার একের পর এক ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। এখন তার দাপট অনেকটা কম। কিন্তু কোভিড যে ক্ষত এই ক’দিনে তৈরি করে দিয়ে গেছে মানুষের মাঝে, তা হয়তো আর সেরে উঠবে না। প্রিয়জনকে হারানোর শোক তো আছেই। কিন্তু বেঙ্গালুরুতে দুই পরিবারে এতদিন…