‘হয় টাকা দিন, নয় একটু বিষ দিন!’ কালনায় বার্ধক্য ভাতা না পেয়ে কাঁদছেন বৃদ্ধা
দ্য ওয়াল ব্যুরো: 'হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন!' অসহায় মংলি মাণ্ডির কাঁদতে কাঁদতে বলা এই কথাগুলো শুনে চমকে উঠছেন সকলে। তবে এই আর্তনাদ এমনি নয়। দীর্ঘ চার মাস ঠিক করে খেতে না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন এই আদিবাসী…