Nari Contractor: ক্রিকেট বলের চোটে মাথায় বসে প্লেট! ৬০ বছর পর খুলি কেটে বেরোল সেটি
দ্য ওয়াল ব্যুরো: বল এসে মাথায় লেগেছিল, ক্রিকেটের মাঠ থেকে সোজা হাসপাতালে, আঘাত এতটাই গুরুতর ছিল যে ভারতের প্রাক্তন অধিনায়ক নারি কন্ট্রাক্টরকে (Nari Contractor) বাঁচানোই অসম্ভব ছিল। কিন্তু, চিকিৎসকদের পারদর্শীতায় এবং তাঁর মনের জোরে মৃত্যুর…