যশবন্ত সিনহা তৃণমূলও নন, বিজেপি-ও নন: যুক্তি দিলেন সূর্য
দ্য ওয়াল ব্যুরো: যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) সমর্থন করা নিয়ে পার্টির মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। তাতে জল দিতে দলীয় মুখপাত্র ‘গণশক্তি’ পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থনের পক্ষে যুক্তি দিয়েছিলেন সিপিএম…