বেড়েছে গ্যাসের দাম, গোবর কুড়িয়ে ঘুঁটে দিয়ে রান্না চলছে নানা জায়গায়
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ায় (Price Hike)নাজেহাল রাজ্য তথা দেশবাসী। বর্ধিত দামে গ্যাস কিনতে না পেরে অনেকেই আবার ফিরে যাচ্ছেন কাঠ কুড়িয়ে রান্না করায়। কেউ বা জ্বলানি হিসাবে গোবরের (Cow Dung) তৈরি ঘুঁটে ব্যবহার…