‘মোদী’ পদবি নিয়ে টিপ্পনী, রাহুলের বিরুদ্ধে মামলায় গুজরাতের আদালতের রায় আজ
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে হওয়া একটি মামলা আজ সুরাতের একটি আদালত রায় ঘোষণা করবে। ফৌজদারি দণ্ডবিধির যে ধারায় মামলা দায়ের হয়েছে তাতে বিচারক কংগ্রেস নেতাকে জেল, জরিমানার মতো কড়া সাজা দিতে পারেন। দিতে পারেন ক্ষমা…