বিষ-বাষ্পে ভারী হচ্ছে বাতাস, কুঁচকে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, ক্ষত বাড়ছে ওজোন চাদরে
দ্য ওয়াল ব্যুরো: অসুখ সারছিল ওজোন স্তরের। ক্ষত শুকিয়ে আসছিল একটু একটু করে। পরিবেশ বিজ্ঞানীরা ভেবেছিলেন, প্রকৃতি নিজেই তার নিরাময়ের পথ বের করে নিয়েছে। করোনা মহামারীকালে মানুষ যখন অন্দরবাসে হাঁসফাঁস করছিল, পরিবেশ তখন তার রোগ সারানোর উপায়…