হাবাস ডার্বি জয় উৎসর্গ করলেন প্রয়াত চুনীকে! আরও জোরালো ‘এটিকে হঠাও’ দাবি
দ্য ওয়াল ব্যুরো: সবুজ মেরুন সমর্থকদের মন জয় করার ব্যর্থ অঙ্ক কষছেন এটিকে আধিকারিকরা। না হলে ডার্বি জয়ের স্মরণীয় মুহূর্তকে কোচ আন্তোনিও লোপেজ হাবাস আচমকা প্রয়াত চুনী গোস্বামীকে উৎসর্গ করলেন কেন? এই নিয়ে মঙ্গলবার সারাদিন ধরে নানা বিতর্ক…