দূর বনের মাতামহী ও আলতা
তিয়াস বন্দ্যোপাধ্যায়
রান্নাঘরের পেছনেই ছিল শিউলি গাছটা। তার ঝাঁকড়া মাথা বাড়ি ছাড়িয়ে তরতরিয়ে উঠে গেছিল ছাদে। সারাবছর টুকটাক পাতা ছিঁড়ে সুক্ত রাঁধা হত। সবুজ হরতনী শিউলি ফল ভেঙে রান্নাবাটি খেলতাম আমরা। আর শরৎ এলেই বরফের কুচির মত সুগন্ধি…