ইছামতি থেকে উদ্ধার দুই শিশুর দেহ, শোরগোল পড়ল বনগাঁয়
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জোড়া শিশুর দেহ (Child Body Recover) উদ্ধার হল ইছামতি নদীর থেকে। বুধবার এই ঘটনা উত্তেজনা ছড়ায় বনগাঁ থানা এলাকায়। ঘাটের কাছে দুই শিশুর দেহ ভেসে ওঠে। শৌচকর্ম করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির এই ঘটনা চোখে পড়ে।…