জন্মের ন’বছর পর হাঁটা শুরু আজমিরার, চাঁচল হাসপাতালের চিকিৎসায় আলো দেখল দিনমজুর পরিবার
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটোছুটি করেও ফল মেলেনি এতদিন। অবশেষে এলাকার সরকারি হাসপাতালের (Maldah )আউটডোরের লাইনে দাঁড়িয়ে দু'টাকার টিকিট কেটে আলো দেখল আজমিরা পারভিনের পরিবার। নয় বছর বয়সে প্রথম হাঁটতে শুরু করল দিনমজুর…