App Cab Fare: অ্যাপ ক্যাবের ভাড়া কমছে রাজ্যে, এখন থেকে আর ইচ্ছামতো জুলুম করা যাবে না
অ্যাপ ক্যাব (App Cab Fare) নিয়ে নাভিশ্বাস উঠছিল নিত্যযাত্রীদের। ক্যাব ডাকতে গেলেই চোখ কপালে উঠছিল। অফিস টাইমে ভাড়া আকাশছোঁয়া তো বটেই, কোনও উৎসব-অনুষ্ঠান এলে তো আর কথাই নেই। ভাড়া দ্বিগুণ-তিনগুন অবধি বেড়ে যাচ্ছিল অবলীলায়। অ্যাপ ক্যাবের…