এক সপ্তাহ শান্ত, আবার ভাঙতে শুরু করল জোশীমঠ! ভয় ধরাচ্ছে পাঁচ বাড়িতে নতুন ফাটল
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ সব শান্ত ছিল। তবে নতুন করে আবার বিপদ ঘনিয়েছে উত্তরাখণ্ডের জোশীমঠে (Joshimath)। নতুন আরও পাঁচটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল (buildings crisis)। যাতে বিপদ আঁচ করছেন স্থানীয়রা। বিপর্যয়ের আঁচ পেতে জোশীমঠের বাড়ির…