‘টেনে বার করে মারব, কোথায় লুকোবে জঙ্গিরা’, বালাকোটের স্মৃতি ফিরিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি ধানোয়ার
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে এইদিনেই বালাকোটের জইশ শিবির ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। মিরাজ-২০০০ ফাইটার জেট থেকে নাগাড়ে বোমা ফেলে চুরমার করে দিয়েছিল জইশ-লস্করের একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির। সেই দিনের স্মৃতি এখনও টাটকা, পাকিস্তান…