ধুবুলিয়ায় বোমা ফেটে আহত বধূ, রাতের খাবার বাড়তে রান্নাঘরে যেতেই তীব্র বিস্ফোরণ!
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মুর্শিদাবাদে গত এক সপ্তাহে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যুও হয়েছে ২-৩ জনের। এবার ফের বোমা (bomb) ফেটে গুরুতর আহত হলেন এক মহিলা (woman)। জানা গেছে, বাড়ির রান্নাঘরে তীব্র বিস্ফোরণের ঘায়ে জখম হয় মহিলার…