কচি আঙুল আটকে লোহার রডে! ডাক্তারবাবু দেখে বললেন, ‘কামারের কাছে যান’, বোলপুরে হইচই
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: খেলতে খেলতে লোহার রডের মধ্যে আঙুল আটকে গিয়েছিল ছোট্ট ছেলেটার (Child)। বাড়ির লোক শত চেষ্টা করেও সেই আঙুল (Finger) কিছুতেই বের করতে পারেনি। হাসপাতালে গিয়েও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল বাচ্চাটিকে। সেখানে তার…