বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, উড়ে গেল তৃণমূল নেতার গোয়ালঘর
দ্য ওয়াল ব্যুরো: বীরভূম (Birbhum) কি বারুদের স্তূপে পরিণত হয়েছে? শুক্রবার সন্ধেবেলা ফের বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটল পাড়ুইয়ে। জানা গিয়েছে, পাড়ুইয়ের ভেড়ামারিতে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বিস্ফোরণের…