ডিভোর্স বাড়ছে পাখিদেরও! কেউ জড়াচ্ছে পরকীয়ায়, কেউ ভুগছে অবসাদে
দ্য ওয়াল ব্যুরো: নীল দিগন্তে ছোট ছোট দুটি ডানা মেলাতেই আনন্দ। গাছগাছালির মধ্যে শরীর ডুবিয়ে মিষ্টি সুরে ভৈরবী ধরত তারা। গানের সুরে জানান দিত ভোর হয়েছে। ঘুম ভাঙানোর গান এক। প্রেমিকাকে ডাক পাঠানোর গান আরেক। তাতে সুর আরও মিষ্টি। সুর তাল লয়…