পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার, জানা গেল তদন্তে
দ্য ওয়াল ব্যুরো : 'হেলিকপ্টার (Helicopter) ওড়ার সময় আচমকাই আবহাওয়া (Weather) বদলে যায়। কপ্টার ঢুকে পড়ে মেঘের মধ্যে। পাইলট (Pilot) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই দুর্ঘটনা ঘটে।' সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়া নিয়ে এমনই রিপোর্ট…