মালদার গঙ্গায় আসতে পারে কোভিড-লাশ, বিহারের মুখ্যসচিবকে ফোন উদ্বিগ্ন আলাপনের
দ্য ওয়াল ব্যুরো: বিহার আর উত্তরপ্রদেশের গঙ্গাপাড়ে সারে সারে মৃতদেহ ভেসে আসার পর উৎকন্ঠা ছড়িয়েছে বাংলাতেও। গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া কোভিড রোগীদের মৃতদেহ পশ্চিমবঙ্গের মালদায় আসতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। এবার তা নিয়েই বিহার সরকারের…