Basanti Cobra: রান্নাঘরেই সাক্ষাৎ যমদূত! ভাত বাড়তে গিয়ে কেউটের ছোবল খেলেন মহিলা
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে ঘড়ির কাঁটা তখন প্রায় নয়ের ঘরে। সারাদিন সংসারের সমস্ত ঝক্কি সামলে রান্নাঘরে ঢুকেছিলেন বাসন্তীর গৃহবধূ জয়ন্তী বারিক। সেখানেই ঘাপটি মেরে বসেছিল সাক্ষাৎ যমদূত! কোত্থেকে এক বিশাল সাইজের কেউটে সাপ এসে ছোবল মারে তাঁর…