দিঘা হোক বা সুন্দরবন, পর্যটকদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে প্রশাসন
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে অজস্র পর্যটক দিঘায় আনন্দ করতে এসেছিলেন। কিন্তু করোনার গ্রাফ চড়তেই রবিবার দিঘা চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। যেসমস্ত পর্যটকরা ছিলেন তাঁদের বাড়ি পাঠানোর জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়।…