মহিলা ‘গরুড়’ কম্যান্ডো তৈরি করছে কর্নাটক পুলিশ, ক্ষিপ্র হামলা চালিয়ে এফোঁড় ওফোঁড় করবে জঙ্গিদের
দ্য ওয়াল ব্যুরো: বন্দুকের নিশানা কখনও ব্যর্থ হবে না এই মহিলা বাহিনীর। যে কোনও আধুনিক যুদ্ধাস্ত্রই বাগ মানবে হাতে। শারীরিক দক্ষতা যতটা ততটাই প্রখর হবে বুদ্ধি। আক্রমণের কৌশল ঠিক করে নেবে পলকের গতিতে। গেরিলা যুদ্ধপদ্ধতিও হবে এদের নখদর্পনে।…