আনিস মৃত্যুতে চার্জশিট পেশ, নাম রয়েছে ওসি-র
দ্য ওয়াল ব্যুরো: আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর (Death) ১৪৪ দিন পর আজ সোমবার উলুবেড়িয়া আদালতে চার্জশিট (Chargesheet) জমা দিল পুলিশ। সেই চার্জশিটে খারিজ করা হয়েছে খুনের তত্ত্ব। বরং বলা হয়েছে, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়…