রহস্যময় গোলাপি বরফ ইতালিতে, গলে যাচ্ছে হিমবাহ, জলবায়ু বদলের অশনি সঙ্কেত!
দ্য ওয়াল ব্যুরো: আল্পসের ঢালে ঢালে গোলাপি বরফ। কোথাও শক্ত হয়ে জমে, কোথাও গলে গলে পড়ছে। গোলাপি আভায় ঢেকেছে হিমবাহ। সাদা বরফের স্তরে এমন গোলাপি রঙ কীভাবে হল সেই নিয়ে বিজ্ঞানীমহলে তুমুল হইচই চলছে। জলবায়ু বদলের অশনি সঙ্কেত নয় তো? চিন্তার ভাঁজ…