নাকাশিপাড়ার পুকুরে পালযুগের বিষ্ণুমূর্তি, নিয়ে আসা হল কলকাতার জুডিশিয়াল মিউজিয়ামে
দ্য ওয়াল ব্যুরো,নদিয়া: নাকাশিপাড়ার পুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি বিষ্ণুমূর্তিই প্রায় হাজার বছরের প্রাচীন বলে জানালেন বিশেষজ্ঞরা (Vishnu Idol Found)। তাঁদের অনুমান, দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের এই তিনটি বিষ্ণুমূর্তি পাল যুগের শেষের…